প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৭:৩০ অপরাহ্ন
জেলার মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম মাসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিকনগর ইউনিয়ন পরিষদের সচিব গৌর বাড়ৈ জানিয়েছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম মাসুদুর রহমানকে গতকাল রোববার বিকালে মুকসুদপুর উপজেলা সদর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আশরাফুল আলম বলেন, দিকনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এসএম মাসুদুর রহমানকে গোপালগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় আটক করা হয়। গতকাল রোববার বিকালে আটকের পর সদর থানায় নেয়া হয়েছে। সদর থানা থেকে আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জেনেছি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির সাজেদুর রহমান জানান, দিকনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এসএম মাসুদুর রহমানকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।