শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ ২৬ পৌষ ১৪৩১
 

বাংলাদেশে বিনিয়োগের জন্য তুরস্ককে প্রধান উপদেষ্টার আহ্বান    শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো প্রসঙ্গ রিজভীর মন্তব্য    রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত ৪০     সরকারি অর্থে কোনো অতিথিকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা    বিডিআর জওয়ানদের মুক্তির দাবীতে শাহবাগ অবরোধ    নেতাকর্মীদের জন্য নতুন নির্দেশনা দিলো বিএনপি    সকালে লেবু-পানি খেলে মিলবে যেসব উপকার   
গরম পানি ব্যবহারে ক্ষতি হয় ত্বক এবং চুলের
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ২:২৬ অপরাহ্ন

শীতে গরম পানিতে গোসলের অভ্যাস অনেকেরই রয়েছে। আবহাওয়া ঠান্ডা থাকার কারণে বেশ কিছুক্ষণ ধরে গরম পানিতে গোসল করলে বেশ চাঙ্গা লাগে। কিন্তু আপনি যত বেশি সময় ধরে গরম পানিতে গোসল করবেন ততই ক্ষতি হবে আপনার ত্বকের। তাই শীতকালে গরম পানিতে গোসল করলেও দীর্ঘক্ষণ ধরে গোসল করবেন না। আর ঈষদুষ্ণ গরম পানিতে গোসল করার চেষ্টা করুন। পানির ঠান্ডা ভাব কাটিয়ে নেওয়ার পর আর বেশি গরম করার দরকার নেই। কারণ খুব বেশি গরম পানি দিয়ে গোসল করলে আপনার ত্বকের পাশাপাশি ক্ষতি হবে চুলেরও। অতএব সতর্ক থাকা জরুরি।


মূলত পানি যত গরম হবে আপনার ত্বকের ন্যাচারাল ময়শ্চারাইজড বা আর্দ্র ভাব তত কমবে। এর পাশাপাশি আমাদের ত্বকে ন্যাচারাল অয়েল যে পরিমাণে থাকে তাও কমতে থাকবে এই গরম পানির সংস্পর্শে এসে। আর ত্বকের স্বাভাবিক আর্দ্র এবং তৈলাক্ত ভাব ক্রমশ কমতে থাকলে শীতের দিনে মারাত্মক রুক্ষ-শুষ্ক হয়ে যাবে আপনার ত্বক।


পানি যত বেশি গরম হবে তা চুলের জন্য ততই ক্ষতিকর। গরম পানির প্রভাবে চুলের গোড়া কমজোর হয়ে পড়ে। তার ফলে বাড়তে পারে চুল পড়ার সমস্যা। এখানেই শেষ নয়। চুল অতিরিক্ত রুক্ষ এবং শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতাও দেখা যায়। এর পাশাপাশি চুলের ডগা ফাটার সমস্যা দেখা দিতে পারে। চুল এতটাই রুক্ষ হয়ে যায় যে লালচে রং ধরে যেতে পারে। শুধু তাই নয়, চুলের সমস্ত জেল্লা হারিয়ে যায়। চুলের গঠন নষ্ট হয়। চুল আর আগের মতো মসৃণ, মোলায়েম থাকে না। তাই চুল পড়ার সমস্যা এড়াতে অতিরিক্ত গরম পানি দিয়ে চুল ধোয়ার অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft