প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ২:১০ অপরাহ্ন
হাবিব ওয়াহিদ। যিনি একজন বাংলাদেশের জনপ্রিয় সুরকার, সংগীতশিল্পী এবং সংগীত পরিচালক। তার গান ও সংগীতের ভক্ত দেশ ও দেশের বাইরে সমানে সমান। নিজের শ্রোতাদের জন্য মেধাবী এই মিউজিশিয়ান প্রতি বছরই নতুন নতুন গান প্রকাশ করে থাকেন। এরই ধারাবাহিকতায় এ বছরের শেষে এসে একটি নতুন গান উপহার দিলেন তিনি। গানের শিরোনাম ‘একলা দুনিয়া’।
গানটি প্রযোজনা করেছেন সঞ্জয়। এটি কম্পোজ করেছেন হাবিব ওয়াহিদ ও মুজা, এর কথা লিখেছেন বাঁধন মুজা এবং মিক্সড মাস্টার করেছে টিম।
গানটি নিয়ে ও নতুন বছরের পরিকল্পনা নিয়ে কালবেলাকে হাবিব বলেন, “বছরের শেষে আমাদের পক্ষ থেকে শ্রোতাদের জন্য উপহার ‘একলা দুনিয়া’। গানটি এরই মধ্যে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। এই গানটির মাধ্যমে আমি ২০২৪ সাল শেষ করলাম। এখন নতুন বছরের জন্য পরিকল্পনা। আশা করছি ২৪-এর মতো ২৫ সালেও আমি আমার শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে পারব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবার মঙ্গল হোক সেই কামনা রইল।”
‘একলা দুনিয়া’ গত ২০ ডিসেম্বর কুইনটিক মিউজিক চ্যানেলে প্রকাশ হয়েছে। এরই মধ্যে এর মিউজিক ভিডিও দেড় মিলিয়নের কাছাকাছি দর্শক দেখে ফেলেছে।