প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
‘স্পিরিটস অব জুলাই’-এ যোগ দিতে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলী খান। তবে আগামী ২৩ ডিসেম্বর বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টেও গান গাইবেন তিনি।
গতকাল শনিবার (২১ ডিসেম্বর) শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভা থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে গান গাইতে ২ লাখ ৮৬ হাজার ডলার বা ৩ কোটি ৪০ লাখ টাকা পারিশ্রমিক নেবেন এই শিল্পী। বিসিবি পরিচালনা পর্ষদ এরই মধ্যে রাহাত ফতেহ আলী খানকে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে।
এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় তিনটি অনুষ্ঠানের জন্য টাইটেল স্পনসর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এ বাবদ বিসিবিকে তারা দেবে ৪ কোটি টাকা, যার প্রায় পুরোটাই যাবে রাহাত ফতেহ আলীর পেছনে।’
এদিকে কমানো হয়েছে বিপিএল মিউজিক ফেস্টের টিকেটের মূল্য। এই অনুষ্ঠানের জন্য প্লাটিনাম টিকিটের মূল্য ৮ হাজার, গোল্ড ৬ হাজার, সিলভার ৪ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার ৫০০ ও ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা ধরা হয়েছে।
এদিকে শনিবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্ট। জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের সাহায্যার্থে আয়োজিত এ কনসার্টে গান গাইবেন বিশ্বখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ রাহাত ফতেহ আলী খান। বিনা পারিশ্রমিকে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করার কথা রয়েছে।