শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ ২৫ পৌষ ১৪৩১
 

বাংলাদেশে বিনিয়োগের জন্য তুরস্ককে প্রধান উপদেষ্টার আহ্বান    শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো প্রসঙ্গ রিজভীর মন্তব্য    রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত ৪০     সরকারি অর্থে কোনো অতিথিকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা    বিডিআর জওয়ানদের মুক্তির দাবীতে শাহবাগ অবরোধ    নেতাকর্মীদের জন্য নতুন নির্দেশনা দিলো বিএনপি    সকালে লেবু-পানি খেলে মিলবে যেসব উপকার   
টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ২:৩৮ অপরাহ্ন

চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করতে গত মার্চে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইন পাস হয়েছে। এ আইনে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে টিকটক অ্যাপ। নির্ধারিত সময় ঘনিয়ে আসায় অ্যাপল ও গুগলকে ১৯ জানুয়ারির মধ্যে তাদের অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ মুছে ফেলার প্রস্তুতি নিয়ে রাখতে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই আইনপ্রণেতা।

গত শুক্রবার ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভস কমিটি অন চায়নার চেয়ারম্যান জন মুলেনার ও কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রাজা কৃষ্ণমূর্তি এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি ও ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিক্রি করতেই হবে। এ জন্য গুগল ও অ্যাপলকে ১৯ জানুয়ারির মধ্যে তাদের অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ মুছে ফেলার প্রস্তুতি নিয়ে রাখতে সতর্কও করেছেন তাঁরা।

অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ মুছে ফেলার দিকনির্দেশনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল বা গুগল। তবে অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে মুছে ফেলা হলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের পাশাপাশি আইফোন ব্যবহারকারীরাও টিকটক অ্যাপ নামানো বা হালনাগাদ করতে পারবেন না। আর তাই আইনটির কার্যকারিতা স্থগিত করার জন্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে এরই মধ্যে আপিল করেছে টিকটক।

এক বিবৃতিতে টিকটক জানিয়েছে, এই আইন কার্যকর হলে ১৯ জানুয়ারির পর অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ মুছে যাবে। এর ফলে নতুন ব্যবহারকারীরা অ্যাপটি নামাতে পারবেন না এবং টিকটকের বিভিন্ন প্রযুক্তি সেবাও বন্ধ হয়ে যাবে। আর তাই সময়ের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে কার্যত অকার্যকর হয়ে পড়বে টিকটক অ্যাপ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft