বিপিএল শুরু হচ্ছে আগামী মাসে। ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল। এরই মধ্যে টুর্নামেন্টটি সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। সেই ব্যস্ততা কবে থেকে শুরু করবে চট্টগ্রাম কিংস, কবে থেকে অনুশীলন শুরু করবে— এমন প্রশ্নে ফ্র্যাঞ্চাইজিটির মালিক জানালেন, কোচ ও কিছু খেলোয়াড় আগভাগেই দলে যোগ দেবেন।
সেটি হতে পারে আগামী ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে। শন টেইট ও এনামুল হকরা এর মধ্যে চলে আসবে। এরপরই আমরা অনুশীলন শুরু করব। ম্যাচের আগে নিজেদের যথাযথ প্রস্তুত রাখার চেষ্টা থাকবে দলের।
এদিকে চট্টগ্রাম কিংসের ক্রিকেটার সাকিব আল হাসান দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু আন্দোলনের মুখে দেশে ফেরা হয়নি টাইগার এ অলরাউন্ডারের। তবে আসন্ন বিপিএলে সাকিব খেলবেন কিনা এ নিয়েও আছে অনিশ্চয়তা। একাদশ আসরে চট্টগ্রাম কিংসে নাম লিখিয়েছেন সাকিব। চট্টলার ফ্র্যাঞ্চাইজিটিও সাকিবের খেলা নিয়ে নিশ্চয়তা দিতে পারলেন না।
বিপিএলে সাকিবের খেলা নিয়ে জানতে চাওয়া হলেল চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরী বলেন, এখনো এ বিষয়েচূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি আমাদের। আমরা একটা চিঠি পাঠাব, দেখি।
সাকিব যদি খেলতে না পারে, সে ক্ষেত্রে আলাদা করে কোনো পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে সামির বলেন, 'হ্যাঁ পরিকল্পনা তো অবশ্যই আছে। আমরা তিন-চারজনের সঙ্গে কথা বলে রেখেছি। অলমোস্ট দুজন পছন্দের আছে। এখন দেখা যাক আর কি।
উল্লেখ্য, দীর্ঘদিন পর বিপিএলে ফিরছে চট্টগ্রাম কিংস। নিজেদের জার্সি উন্মোচন নিয়ে বড় চিন্তা আছে ফ্র্যাঞ্চাইজিটির। টুর্নামেন্টে পছন্দের দলের জার্সি নিয়ে তো অনেক আগ্রহ থাকে দর্শকদের। সবকিছু ঠিক থাকলে দ্রুতই একটা অনুষ্ঠান করে উন্মোচন করা হবে চট্টগ্রাম কিংসের জার্সি।
সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।