প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩:৩১ অপরাহ্ন
ইন্টার মায়ামি ছেড়ে আবার দেশের জার্সিতে নামছেন লিওনেল মেসি। শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। প্যারাগুয়ের ঘরের মাঠ আসুনসিওনেও আরেকটি মেসি মাস্টারক্লাসের প্রত্যাশা করছে বিশ্বচ্যাম্পিয়নরা।
কিন্তু এই ম্যাচের আগেই বিতর্কের জন্ম দিয়েছে প্যারাগুয়ে। নিজেদের মাঠে লিওনেল মেসি ও আর্জেন্টিনার খেলোয়াড়দের জার্সির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। এমনকি সেখানকার স্থানীয় দর্শকরা আর্জেন্টিনার জার্সি পরেও গ্যালারিতে যেতে পারবেন না।
এ বিষয়ে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া বলেছেন, ‘আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি। আমরা প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেব না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন, তারা থাকতে পারবেন না।’
ঘরের মাঠের সুবিধা পুরোপুরিভাবে নিতেই এমন ব্যবস্থা বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘এটা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয়। ফুটবলারদের ক্যারিয়ারের প্রতি আমাদের সম্মান আছে। এটা শুধু আমাদের ঘরের মাঠে সুবিধা পাওয়ার জন্য জরুরিভাবে নেওয়া।’ ম্যাচের আগে এই নিষেধাজ্ঞার প্রসঙ্গই স্থান পেয়েছে সংবাদ সম্মেলনে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি মনে করেন, নিষেধাজ্ঞা থাকলেও আর্জেন্টিনার জার্সি শোভা পাবে স্বাগতিকদের গ্যালারিতে, ‘যৌক্তিকভাবে প্যারাগুয়ে ফুটবলার, সেখানকার ভক্তরা জাতীয় দলের জার্সিই পড়বে। কিন্তু একজন মেসি তাদের চেয়েও বড়। ফলে এখানে আর্জেন্টিনার জার্সি থাকাটা অসম্ভব কিছু না।’
তিনি আরও পরিষ্কার করে বলেছেন, ‘জার্সি পরা মানেই তারা প্যারাগুয়েকে সমর্থন করে না- ব্যাপারটা এমন নয়। আমার মনে হয় ফুটবল ভক্তরা মেসিকে যে তার ওজন অনুযায়ী স্বীকৃতি দিচ্ছে, সেটা ভালো। তার মানে এই নয় জার্সি আছে বলেই কেউ আর্জেন্টাইন ভক্ত হয়ে গেলো।’
প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারো অবশ্য বলেছেন, এই নিষেধাজ্ঞা নিয়ে তার কোনও মাথা ব্যথা নেই, ‘এই নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনও মাথা ব্যথা নেই। ব্যাপারটা নিয়ে কিছুই জানি না। আমার মনে হচ্ছে এটা হয়তো সম্ভাব্য ঝামেলা এড়ানোর একটা কৌশল। মেসি এই ম্যাচে আমাদের প্রতিপক্ষ। পেরুর বিপক্ষে জীবনের সেরা ম্যাচ খেলুক এই কামনা করি। কিন্তু এই ম্যাচের জন্য নয়।’