শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৪ আশ্বিন ১৪৩২
 

গাইবান্ধায় সড়ক দুর্ঘটুনায় নারীর মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

কর্ভাডভ্যান (লড়ি) চাপায় এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্ভাডভ্যান (লড়ি) চাপায় ব্যাটারী চালিত অটোরিক্সায় থাকা ঝর্ণা বেগম (৪০) নামের

এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ যাত্রী আজ সোমবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাগদাফার্ম সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ঝর্ণা বেগম উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী। 

আহতরা হলেন- একই গ্রামের মৃত মাসিম খন্দকারের ছেলে আব্দুল খালেক (৪৫), গেল্লা মিয়ার ছেলে দুলু মিয়া (৫০) ও জাহিদ মিয়া।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন, একটি ব্যাটারী চালিত রিক্সাভ্যানে করে যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে জাচ্ছিল পথিমধ্যে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় হঠাৎ করে ভ্যানটির এক্সেল ভেঙে যায় এবং যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়ে যায়। এসময় কভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নামের ওই নারী নিহত ও অন্যরা আহত হয়। গুরুতর আহত অবস্থায় তিন যাত্রীকে বগুড়া শজীমেক হাসাপাতালে পাঠানো হয়। কভার্ডভ্যাটিকে আটক করা সম্ভব হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft