সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
 

মধ্যাহ্ন বিরতির আগেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ২:১৩ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ সোমবার (২১ অক্টোবর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রোটিয়া পেসার উইন মুল্ডারের তোপে ৬ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। 

টস জিতে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই ওপেনার সাদমান ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান এই ওপেনার।

এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। মুমিনুল হক ৬ বলে ৪ ও শান্ত ৭ বলে ৭ রান করে আউট হন। 

বাংলাদেশের তিনটি উইকেট তুলে নেন মুল্ডার। এরপর উইকেট শিকারের মিছিলে যোগ দেন কাগিসো রাবাদা। দলীয় ৪০ রানে ২০ বলে ১১ রান করে বাবাদার বলে বোল্ড হন মুশফিকুর রহিম। 

এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি লিটন দাস। দলীয় ৪৫ রানে ১৩ বলে মাত্র ১ রান করেম আউট হন তিনি। লিটনকে নিজের দ্বিতীয় শিকার বানান রাবাদা।

এরপর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করার চেষ্টা করেন মাহমুদু জয়। তবে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ২৪ বলে ১৩ রান করে আউট হন মিরাজ। 

২৬ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। মুল্ডার ৩টি ও বাবাদা নিয়েছেন ২টি উইকেট। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft