প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ২:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ২:১১ অপরাহ্ন

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
গতকাল রোববার সদর উপজেলার বরাট ইউনিয়ন ও পাঁচুরিয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন আরজু, সদর উপজেলার বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন ও পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মোল্লা।
গ্রেপ্তারদের মধ্যে আসজাদ হোসেন আরজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় এজাহারের ১২০ নম্বর আসামি।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রাজীব মোল্লার দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে আসজাদ হোসেন আরজু ও সন্দেহভাজন আসামি হিসেবে শেখ ফরিদ ও নুরুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হবে।