শুক্রবার ১৪ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ১২:০৮ অপরাহ্ন

বিদায়ী সপ্তাহে (০২ জুন থেকে ০৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে। ফলে সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন এই ১১ খাতের বিনিয়োগকারীরা। একই সময়ে দও বেড়েছে ৮ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এখাতে বিদায়ী সপ্তাহে দর কমেছে ৪ শতাংশ। ২ দশমিক ৬১ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। একই সময়ে ১ দশমিক ৪৬ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে বিবিধ খাত।

তালিকায় থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে- কাগজ ও প্রকাশনা খাতে দর কমেছে ১ দশমিক ৪৬ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১ দশমিক ৪১ শতাংশ, ভ্রমন খাতে ১ দশমিক ২৮ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১ দশমিক ২১ শতাংশ, পাট খাতে ০ দশমিক ৭২ শতাংশ, বিদ্যুত ও জ্বালানী খাতে ০ দশমিক ৬১ শতাংশ, ব্যাংক খাতে ০ দশমিক ৫৯ শতাংশ এবং খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ০ দশমিক ৫৪ শতাংশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft