প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ন

সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা গ্রামের সিলনা খালের উপর নির্মিত একটি সেতু সদ্য আঘাত হানা ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে ভেঙে পড়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসিনউদ্দিন ২৭ মিটার দৈর্ঘ্য এবং ১২ মিটার প্রস্থ ভেঙে পড়া সেতুটি ঘুর্ণিঝড় শেষে পরিদর্শন করে দ্রুত সেতুটি পুনরায় নির্মাণের জন্য এলজিইডি কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন।
এরপর এলজিইডি'র গোপালগঞ্জ নির্বাহী প্রকৌশলী ক্ষতিগ্রস্থ সেতু পরিদর্শন করে দ্রুত তা নির্মাণ করার আশ্বাস দিয়েছেন। সেতুটি ভেঙে পড়ায় এলাকার শত শত মানুষ চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসিনউদ্দিন জানান, ঘুর্ণিঝড় রেমালের সময় সংশ্লিষ্ট খালের পানির স্রোত অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পিলারের গোড়ার মাটি সরে গিয়ে সেতুটি ভেঙে পড়ে। সেতুটি দ্রুত পুনরায় নির্মান করা হবে।