শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

আর্থিক প্রতারণার অভিযোগ সানি দেওলের ওপর
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৪:০৯ অপরাহ্ন

বলিউড অভিনেতা সানি দেওল। দাপটের সঙ্গেই বি-টাউনে কাজ করে যাচ্ছে তিনি। সবশেষ ‘গদর ২’ সিনেমায় পেয়েছেন ব্যাপক সফলতা। হয়েছেন প্রশংসিতও। এবার এই অভিনেতার বিরুদ্ধে উঠেছে আর্থিক প্রতারণার অভিযোগ। 

সানির বিরুদ্ধে অর্থিক প্রতারণার এই অভিযোগ এনেছেন ভারতীয় নির্মাতা সৌরভ গুপ্তা। অভিযোগ নিয়ে করেছেন সাংবাদিক সম্মেলনও। যেখানে তিনি বলেন, ‘অভিনেতা সানি দেওলের সঙ্গে আমি একটি সিনেমা করার জন্য ২০১৬ চুক্তি করি। এরপর সিনেমটির জন্য সে আমার কাছ থেকে সাইনিং মানি নেন। কাজটি করার জন্য সে আমাকে প্রতিশ্রুতিও দেন। কিন্তু শেষ পর্যন্ত সে আর সিনেমাটি করেননি। ‘গদর ২’-এর সফলতার পর সানি আমার সিনেমার কাজ বন্ধ করে দেন। যার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।’

সাংবাদিক সম্মেলনে নির্মাতা সৌরভ আরও বলেন, ‘ইতোমধ্যেই আমি অভিনেতার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে অভিযোগ দিয়েছি। তার কাছে ৩০ এপ্রিল একটি নোটিশও পাঠানো হয়েছে। তবে কোনও উত্তর পাওয়া যায়নি। যার কারণেই সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে বিষয়টি গণমাধ্যমের সামনে আনতে বাধ্য হই।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft