প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৫:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৫:২৩ অপরাহ্ন

পপগানের শ্রোতাদের নিকট এক উন্মাদনার নাম ব্রিটনি স্পিয়ার্স। কণ্ঠে সুরের মূর্ছনা তুলে তিনি বুঁদ করে রাখেন শ্রোতাদের। তবে ব্যক্তিগত জীবনে বেশ খামখেয়ালী তিনি। প্রেম-বিচ্ছেদ নিয়ে মাঝে মাঝেই খবরের শিরোনাম হন। এবারো একই কারণে আলোচনার টেবিলে।গভীররাতে অর্ধনগ্ন অবস্থায় হোটেলে দেখা গেছে তাকে।
মাঝরাতে অর্ধউলঙ্গ অবস্থায় লস অ্যাঞ্জেলসের হোটেল থেকে বের হতে দেখা যায় ব্রিটনিকে। বুকে চাপা দেওয়া ছিল সাদা বালিশ। পরনে অন্তর্বাস। উন্মুক্ত শরীর ঢাকা একটি চাদরে! এলোমেলো চুল। চোখেমুখে কান্না চাপা অভিব্যক্তি! ব্রিটনির এমন ছবি ছড়িয়ে পড়তেই হয়েছে ভাইরাল। নেটিজেনরা বসেছেন নড়েচড়ে। কী হলো প্রিয় তারকার? প্রশ্ন অনেকের।
জানা গেছে, বয়ফ্রেন্ড পল রিচার্ড সলিজের সঙ্গে ঝামেলা বুধবার রাতে এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষমেশ আলুথালু অবস্থাতেই হোটেল থেকে বের হতে হয় তাকে। ছবি দেখে ব্রিটনি অনুরাগীদের দাবি, গায়িকা নাকি পায়ে মারাত্মক চোটও পেয়েছেন। যার জন্য সেখানে অ্যাম্বুলেন্সও এসেছিল।
এদিকে ছবিটি নিয়ে মুখ খুলেছেন ব্রিটনি। প্রেমিকের সঙ্গে ঝগড়ার বিষয়টি উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, সকলের উদ্দেশে জানাচ্ছি খবরটা মিথ্যা। আমি চাই লোকেরা একটু বুঝুক যে আমি ক্রমশই মানসিকভাবে শক্ত হয়ে উঠছি। কেউ কি আসলে সত্যিটা রূঢ়, আমাকে কেউ শেখাবে কীভাবে মিথ্যা বলতে হয়? গত রাতে আমার পা মচকে গেছে। প্রাথমিক চিকিৎসাও করিয়েছি।
তবে ব্রিটনির ঘনিষ্ঠজন পশ্চিমা সংবাদমাধ্যমকে জানিয়েছে, ঘটনাটি চেপে যাচ্ছেন ব্রিটনি। প্রেমিকের সঙ্গে বনিবনা হচ্ছে না তার। হোটেলে আসলেই ঝগড়ায় মেতেছিলেন তিনি। উঁচু গলায় চেচামেচি করছিলেন।