রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
 

লোকসভা নির্বাচনে মায়ের আসন থেকে লড়বেন রাহুল
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৫:০৬ অপরাহ্ন

ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কোন আসন থেকে লড়বেন, তা নিয়ে ছিল অনেক জল্পনা-কল্পনা। তবে শেষ মুহূর্তে দল সিদ্ধান্ত নিয়েছে, রাহুলের মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেয়া উত্তর প্রদেশের রায়বেরেলি আসন থেকে লড়বেন তিনি। আগামী ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভোটে অংশ নিতে শুক্রবার (৩ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বর্তমানে কেরালার ওয়ানাদ থেকে নির্বাচিত এমপি। এর আগে তিনি ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত উত্তর প্রদেশের আমেথি আসন থেকে নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি বিজেপি নেত্রী স্মৃতি ইরানির কাছে হেরে যান।

রাহুল গান্ধী এবারো আমেথি থেকেই লড়বেন বলে ধারণা করা হচ্ছিল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত হয়, কংগ্রেসের সাবেক সভাপতি ও রাহুলের মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া আসন রায়বেরেলি থেকে লড়বেন তিনি। যদিও অনেকে ধারণা করেছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এই আসন থেকে লড়তে পারেন। তবে তাকে রাজি করানো সম্ভব হয়নি বলে রাহুলই যাচ্ছেন মায়ের আসনে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft