সোমবার ৩ মার্চ ২০২৫ ১৮ ফাল্গুন ১৪৩১
 

সাংবিধানিক সময়সীমার মধ্যে নির্বাচন পেছাতে রাজি নির্বাচন কমিশন
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৬:৩২ অপরাহ্ন

আবারও সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘প্রয়োজনে আমাদের সাংবিধানিক সময়সীমার মধ্যে নির্বাচন পেছাতে রাজি নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই।’

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে মাদারীপুরে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন ইসি আলমগীর।

ইসি মো. আলমগীর বলেন, ‘শুরু থেকেই আমরা নিবন্ধিত ৪৪টি দলকেই নির্বাচনে অংশ নিতে আহ্বান জানিয়েছি। এখনও আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে সংবিধানের মধ্যে থেকে নির্বাচনের সময় সীমা হেরফের করা হবে। সংবিধান অনুযায়ী যে সময়সীমা আছে সেটাকে রি-অ্যাডজাস্ট করার জন্য যতটুকু নির্বাচন পেছানো সম্ভব, সেটাও আমরা রাজি আছি। তারপরও চাই প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিক।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই উল্লেখ করে বলেন, ‘ইতোমধ্যে অনেক রাষ্ট্র থেকে কারা কারা নির্বাচন দেখতে আসছে, তার তালিকাও পেয়েছি। সুতরাং নির্বাচন নিয়ে কোনো চাপ নেই।’ 

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মাসুদ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন প্রমুখ।

সভায় জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময়ে অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft