বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ ২৮ ফাল্গুন ১৪৩১
 

হিলিতে স্বল্প মূল্য টিসিবি পণ্য বিক্রয় শুরু
হিলি প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৬ নভেম্বর, ২০২৩, ৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ২৬ নভেম্বর, ২০২৩, ৯:৩০ অপরাহ্ন

দিনাজপুরের হাকিমপুর হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে নিন্ম আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বাজার মূল্যের চেয়ে কম দামে টিসিবির পণ্য পেয়ে খুশি নিন্ম আয়ের মানুষেরা।

আজ রবিবাব সকাল সাড়ে ১০টায় হিলি চার মাথা এলাকায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

টিসিবি পণ্য নিতে আসা গৃহবধূ আলতাফোন বেগম বলেন, বর্তমান বাজারে সব পণ্যের দাম অনেক বেশি। তাই প্রতি মাসের শেষে বা প্রথমের দিকে বাজার মূল্যর চেয়ে কম দামে তেল, ডাল ও চাল কিনতে পেরে আমি খুব খুশি। এতে আমাদের মতো নিন্ম আয়ের মানুষের জন্য খুবই সুবিধা।

এসময় তদারকি অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার (শিক্ষা) সাখাওয়াত হোসেন, পৌর আ'লীগের সহ-সভাপতি শাহ আলম প্রধান, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, টিসিবির পণ্য বিক্রয় ডিলার আলম হোসেন উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা অমিত রায় জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মোতাবেক এ উপজেলায় ১০ হাজার ৫ শ ৭১ জনকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকা প্যাকেজে ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল দেওয়া হচ্ছে।

ফ্যামিলি কার্ড ধারীরা পৌরসভা ও উপজেলার তিনটি ইউনিয়নের ১২ টি স্থান থেকে পর্যায়ক্রমে এসব টিসিবি পণ্য সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft