প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০:২৩ অপরাহ্ন

মাদারীপুরের কালকিনিতে বিশ্বশুক জ্যোতির্ময় সেবাশ্রমের আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।
আজ বুধবার সকালে এ উপলক্ষে উপজেলার নয়াকান্দি এলাকা থেকে একটি আনন্দ র্যালী শুরু হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
অনুষ্ঠানে বিশ্বশুক জ্যোতির্ময় সেবাশ্রমের সভাপতি লক্ষণ চন্দ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান সরদার, কালকিনি পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশলয় হালদার, কালকিনি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরেশ চন্দ্র গাইন, কালকিনি পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পলাশ মন্ডল, চর কাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনাতন সরকার সহ অন্যান্যরা।