প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৫:৩১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ১ কেজি ৪’শ গ্রাম হেরোইন বহনের দায়ে মিজানুর রহমান নামে এ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েনে আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান(২৭) জেলার ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের আব্দুল মজিদের ছেলে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট রবিউল ইসলামা রবু মামলার সংক্ষিপ্ত বিবরণে জানান,‘ ২০২১ সালে ১২ জুলাই রাত প্রায় সাড়ে ৯টার দিকে র্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসূড়া এলাকার একটি প্রেট্রোল পাম্পের সামনে থেকে মিজানুরকে ১ কেজি ৪’শ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।
পরে এ ঘটনায় র্যাব-৫ এর এসআই শ্রী নিবাস মিস্ত্রির বাদীত্বে পরের দিন ১৩ জুলাই-২০২১’ নাচোল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা নাচোল থানার এসআই লালন কুমার ২০২১ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক মিজানুরকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।