রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
 

নওগাঁয় ইজিবাইক চালকের গলাকাটা মৃতদেহ উদ্ধার
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৫:২৮ অপরাহ্ন

নওগাঁয় অতুল চন্দ্র সরকার (৩৮) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

নওগাঁ পৌরসভার নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের নলগড়া এলাকা থেকে সোমবার সকালে মৃতদেহটি উদ্ধার করেন পুলিশ।অতুল নওগাঁ পৌরসভার সুলতানাপুর মঠেরঘাট এলাকার অভয় চন্দ্র সরকারের ছেলে।

অতুলের লাশ উদ্ধার হওয়ার স্থান থেকে কিছু দূরে তাঁর ইজিবাইকটি উদ্ধার করেন পুলিশ। তবে সেই ইজিবাইকে কোনো ব্যাটারি পাওয়া যায়নি। পুলিশের ধারণা, ইজিবাইকের ব্যাটারি ছিনতাই করার উদ্দেশ্যে হত্যাকারীরা অতুলকে হত্যা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন অতুল। দুপুরে দিকে বাড়িতে এসে খাবার খেয়ে ভাড়ার উদ্দেশ্যে আবারও ইজিবাইক নিয়ে বের হয় তিনি। অনেক রাত হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধ্যান পাননি। তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। 

সোমবার সকালে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের উত্তরপাশে একটি ইটভাটার খলা থেকে অতুলের মৃতদেহ ও ইজিবাইক পড়ে থাকতে দেখতে পায় ভাটার শ্রমিকেরা। খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থল মৃতদেহটি উদ্ধার করেন পুলিশ।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকের ব্যাটারি ছিনতাই করার উদ্দেশ্যে তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নওগাঁ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft