বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 

কওমি মাদরাসার শিক্ষা বোর্ড বেফাকের ফলাফল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৯:০৪ অপরাহ্ন

দেশের সর্ববৃহৎ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বোর্ডের নিজস্ব ওয়েব সাইটে (www.wifaqedu.com) বিস্তারিত ফলাফল দেখা যাবে। 

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন-বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

এক বিজ্ঞপ্তিতে বোর্ড কর্তৃপক্ষ জানায়, এবার ছয়টি স্তরে সারা দেশ থেকে দুই লাখ ৭১ হাজার ৩০৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এতে গড় পাসের হার ৭৬ দশমিক ৯। 

মুমতায (স্টার মার্ক) পেয়েছে ৩৮ হাজার ৯২২ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) পেয়েছে ৪৩ হাজার ৪১১ জন এবং জায়্যিদ (২য় বিভাগ) ৪৯,০৫১ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭৫,০৬৬ জন। মোট উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৬ হাজার ৪৫০ জন। 

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়ে ১ মার্চ শেষ হয়। এতে সারা দেশের ১২ হাজার ৮৬০টি মাদরাসা থেকে ২ লাখ ৮২ হাজার ৯২৬ পরীক্ষার্থী অংশ নেয়। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft