বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩ ফাল্গুন ১৪৩১
 

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচল ১৬ শিশু
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৬:২৯ অপরাহ্ন

চালকের অবহেলায় রেললাইনের ধারে পড়ে থাকা মাইক্রোবাসে ধাক্কা দেয় ট্রেন। এ ঘটনায় মাইক্রোবাসটির এক পাশ দুমড়ে-মুচড়ে গেলেও প্রাণে বেঁচে যায় ১৬ শিশু শিক্ষার্থী। 

এ ঘটনায় আতঙ্কিত শিশুদের হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বুধবার সকালে পৌর এলাকার আলীনগর হাজিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেলা শহরের এশিয়ান স্কুলের ১৬ জন শিক্ষার্থীকে নিয়ে একটি মাইক্রোবাস পৌর এলাকার স্কুলে যাচ্ছিল। পথে মাইক্রোবাসটির তেল শেষ হয়ে যায়। চালক রেললাইনের ধারেই মাইক্রোবাসটি দাড় করিয়ে তেল আনতে যান। 

এ সময় রাজশাহীগামী একটি ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে চলে যায়। মাইক্রোবাসটির কিছুটা ক্ষতি হলেও প্রাণে বেঁচে যায় শিশুরা। তবে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে তারা।

এই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বলেন, ‘স্কুলের মাইক্রোবাসে ১৬ জন শিশু শিক্ষার্থী ছিল। তারা সবাই ভিন্ন ভিন্ন ক্লাসের শিক্ষার্থী। কারও ক্ষতি হয়নি।’

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ছাবের আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গেলে কাউকে পাইনি। শিক্ষার্থীরা সবাই শিশু। তাই আতঙ্কিত হয়ে পড়েছে। 

তাদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার শহিদুল আলম বলেন, রেল দুর্ঘটনাটি থেকে রক্ষা পেয়েছে স্কুলের একটি মাইক্রোবাস। 

তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।'চলতি বছরের ২৪ জানুয়ারি সকালে একই স্থানে রেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft