মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে কর্মচারীদের সাপ্তাহিক ছুটির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঝিটকা বাজারের (কাপড়, গার্মেন্টস, জুতা, কসমেটিকস, কোকারিজ) দোকান মালিক কর্মচারী ব্যানারে মানববন্ধন করে।
মানববন্ধনে বাজারের হাসি প্লাজার ' বড় বাজার' দোকানের কর্মচারি সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে সারা বছর দোকান খোলা থাকে।
আমাদের কর্মচারিরা পারিবারিক কোন কাজ করতে পারিনা। বার বার সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে বলে জানানো হলেও বাস্তবায়ন হচ্ছে না।অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সপ্তাহে একদিন ছুটি দিতে হবে।
এ বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং ইউএনও স্যারকেও জানানো হয়েছে। তবে এখনো ছুটি বাস্তবায়ন হয়নি।
ঝিটকা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু বলেন, একদিন ছুটি কর্মচারিদের অধিকার । শিগগিরই একদিন ছুটি বাস্তবায়ন করা হবে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে নির্দেশ দিবো । একটি ছুটি তাদের অধিকার।