বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩ ফাল্গুন ১৪৩১
 

হরিরামপুরে সপ্তাহিক ছুটির দাবিতে দোকান কর্মচারিদের মানববন্ধন
হরিরামপুর ( মানিকগঞ্জ ) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৬:২৪ অপরাহ্ন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে কর্মচারীদের সাপ্তাহিক ছুটির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঝিটকা বাজারের (কাপড়, গার্মেন্টস, জুতা, কসমেটিকস, কোকারিজ) দোকান মালিক কর্মচারী ব্যানারে মানববন্ধন করে।

মানববন্ধনে বাজারের হাসি প্লাজার ' বড় বাজার' দোকানের কর্মচারি সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। মানববন্ধনে বক্তারা বলেন,  বাজারে সারা বছর দোকান খোলা থাকে।

আমাদের কর্মচারিরা পারিবারিক কোন কাজ করতে পারিনা। বার বার সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে বলে জানানো হলেও বাস্তবায়ন হচ্ছে না।অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সপ্তাহে একদিন ছুটি দিতে হবে। 

এ বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং ইউএনও স্যারকেও জানানো হয়েছে।  তবে এখনো ছুটি বাস্তবায়ন হয়নি।


ঝিটকা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু বলেন, একদিন ছুটি কর্মচারিদের অধিকার । শিগগিরই একদিন ছুটি বাস্তবায়ন করা হবে।


হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে নির্দেশ দিবো । একটি ছুটি তাদের অধিকার। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft