রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
 

শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদণ্ড
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ২:২৫ অপরাহ্ন

যশোরের চৌগাছায় শিশুকে (৯) ধর্ষণের পর হত্যার ঘটনায় তজিবর রহমান নামে একজনকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। রায় শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ২০১৮ সালের ২২ জুন বিকালে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে যায়। সন্ধ্যার পরেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। তারা চার দিন পর ২৬ জুন সন্ধ্যায় জানতে পারেন হাকিমপুর গ্রামের জামান মৃধার আমবাগানে একটি শিশুর মরদেহ পড়ে আছে। এরপর পরিবারের লোকজন গিয়ে মরদেহটি শনাক্ত করে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ ফকিরাবাদ গ্রামের তজিবর রহমানকে আটক করে। পরে সে ধর্ষণের পরে ওই শিশুকে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দেয়। এ ঘটনায় চৌগাছা থানা পুলিশ ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর তজিবুর রহমানের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করে। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই দণ্ড দেন।

এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।


-জ/আ
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft