শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

গৃহবধূকে নিপীড়নকারী সেই গ্রাম পুলিশ গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১২:৫৪ অপরাহ্ন

নোয়াখালী সদর উপজেলায় বাড়িতে ঢুকে গৃহবধূকে পিটিয়ে আহত করা সেই গ্রাম পুলিশ নুর হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ারুল ইসলাম জানান, নোয়াখালী পুলিশ সুপারের নির্দেশে গতকাল দিনগত রাতে উপজেলার কালা দরাপ গ্রামের বাড়ি থেকে নুরকে গ্রেপ্তার করে সুধারাম মডেল থানা পুলিশ। তিনি সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ও কালাদরাপ গ্রামের আব্দুল হকের ছেলে। এ ঘটনায় মামলার দায়ের প্রক্রিয়াধীন।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, 'গতকাল গৃহবধূ নির্যাতনের সংবাদটি দেখে তাৎক্ষণিক সুধারাম মডেল থানার ওসিকে নির্যাতনকারী গ্রাম পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দেই। পুলিশ রাতেই নুর হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। অপরাধী যেই হোকনা কেন, অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। পুলিশ অপরাধীর রাজনৈতিক কিংবা অন্যকোনো পরিচয় দেখে না। শুধুমাত্র তার কর্মটাই দেখে।'

গত ১৯ জুলাই নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালাদরাপ গ্রামে বাড়িতে ঢুকে ওই গৃহবধূকে তার ২ সন্তানের সামনে লাঠি দিয়ে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে নুর হোসেনের বিরুদ্ধে। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হয়ে তিনি গৃহবধূকে পিটিয়েছেন বলে অভিযোগ।

এ ঘটনায় স্থানীয় ইউএনওর কাছে গতকাল লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার কালাদরাপ গ্রামের পরিবহন শ্রমিক মো. ইউনুসের সঙ্গে একই এলাকার প্রতিবেশী সাহাব উদ্দিনের ৫ শতক জমি নিয়ে বছরখানেক ধরে বিরোধ চলছিল। সাহাব উদ্দিন জমি জবর দখল করতে চাইলে ইউনুস স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। 

গত ১৯ জুলাই সকালে গ্রাম পুলিশ নুর হোসেন আবু তাহের মেম্বারের নির্দেশে ইউনুসের বাড়িতে এসে বসত ঘরের টিনের বেড়া ভেঙে ফেলেন। এতে বাধা দিলে ইউনুসের স্ত্রীকে তার ২ বছর বয়সী সন্তানদের সামনে এলোপাতাড়ি মারধর করেন নুর হোসেন। এ ঘটনায় কারো কাছে বিচার চাইলে ক্ষতি করার হুমকি দেন গ্রাম পুলিশ। পরে গৃহবধূর স্বামী বাড়িতে এসে তাকে আহত অবস্থা উদ্ধার হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে সোমবার বাড়ি ফেরেন গৃহবধূ।

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft