শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

ঠাকুরগাঁওয়ে শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১২:৪০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউপি নির্বাচনের ফল গণনার সময় দুপক্ষের উত্তেজনার মধ্যে পুলিশের গুলিতে সুরাইয়া আক্তার নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা পুলিশ সুপার কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করেন। কমিটি এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবে।

গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভাংবাড়ি ভি.এফ নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত শিশুর মা মিনারা বেগম বলেন, আমি মেয়েকে নিয়ে বাড়ির পাশের গলিতে দাঁড়িয়ে ছিলাম। এ সময় পুলিশের গুলি আমার মেয়ের মাথায় এসে লাগে। গুলিতে তার মাথার খুলি ছিন্ন-ভিন্ন হয়ে যায়। 

চাটখিলে ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে বোমা বিস্ফোরণচাটখিলে ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ
জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীর লোকজন আমাদের মোবাইল টিম ও সদর সার্কেলের ওপর হামলা চালায়। এ সময পরিস্থিতি দ্রুত অবনতি হয়ে যায়।

আমাদের ওপর তারা ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করে। এতে পরিবেশ আরও খারাপ হওয়ায় জানমালের রক্ষার্থে পুলিশ ৪ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। আমাদের দুজন পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় আট মাস বয়সী শিশু মারা যায়। কীভাবে মারা গেল এটি এখনো জানা যায়নি। এর জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি দুঃখজনক। সুষ্ঠু তদন্তের জন্য আমরা তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। এক সপ্তাহের মধ্যে তারা তদন্ত রিপোর্ট জমা দেবেন।

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft