বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই; দুবাই পালানোর গুঞ্জন গোতাবায়ার
প্রকাশ: সোমবার, ১১ জুলাই, ২০২২, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ১২:০২ অপরাহ্ন

চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরনের জন্য শ্রীলঙ্কার পার্লামেন্ট আগামী সপ্তাহে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে। আজ সোমবার লঙ্কান পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, ২০ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে পদত্যাগের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের নিরবে দুবাই পালানোর গুঞ্জন শোনা যাচ্ছে। লংকান গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি৷

এক বিবৃতিতে স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা জানান, আগামী শুক্রবার আবারো পার্লামেন্টের অধিবেশন শুরু হবে এবং পাঁচ দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আজকে বিভিন্ন দলের নেতাদের বৈঠকে সবাই সম্মত হয়েছেন, সংবিধান অনুসারে নতুন একটি সর্বদলীয় সরকার গঠন করা আবশ্যক। ক্ষমতাসীন দল বলেছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সর্বদলীয় সরকারের কাছে পদত্যাগে রাজি।

কয়েক মাস ধরে বিক্ষোভের পর শনিবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে তার বাড়িতে ঢুকে পড়ে হাজার হাজার বিক্ষোভকারী। অবশ্য বিক্ষোভকারীরা হামলা চালানোর আগেই নৌ বাহিনীর সহায়তায় গোপন সুড়ঙ্গ দিয়ে একটি নৌ ক্যাম্পে আশ্রয় নেন গোতবায়া রাজাপাকসে।

 আর্থিক অব্যবস্থাপনার জন্য প্রেসিডেন্টকে দায়ী করছে বিক্ষোভকারীরা। এই অব্যবস্থাপনায় খাবার, জ্বালানি ও ওষুধের সংকট চলছে কয়েক মাস ধরে। শনিবার বিক্ষোভের সময় প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর তিনিও পদত্যাগের ঘোষণা দেন।

এরপরই আজ এনডিটিভির খবরে বলা হয়, প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। নৌ বাহিনীর তত্ত্বাবধানে দেশটির প্রধান বিমানবন্দেরর সঙ্গে লাগোয়া কাতুনায়েকে নামে একটি বিমান ঘাঁটিতে হেলিকপ্টারে এসেছেন রাজাপাকসে। ব্যাপক নিরাপত্তায় ঘেরা বিমান ঘাঁটিতে নিজের কাছের লোকজনদের নিয়ে দুটি হেলিকপ্টারে করে আসেন গোতবায়া রাজাপাকসে। বলা হচ্ছে দেশ থেকে পালিয়ে দুবাই চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেখানে আশ্রয় নেবেন লংকান প্রেসিডেন্ট৷ 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft