প্রকাশ: সোমবার, ১১ জুলাই, ২০২২, ১০:১৯ অপরাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ জন যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার রাত ৮টার দিকে পটিয়া উপজেলার ভাইয়ারদিঘির পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি রেজাউল করিম।
চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রাশিদুল হক বলেন, বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাটি পটিয়ার দিকে যাচ্ছিল। পটিয়া উপজেলার ভায়ার দীঘির পাড়ে বাসটি পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়।' এসময় বাসটি উল্টে মহাসড়কের পাশে ধানক্ষেতে পড়ে এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।।
তিনি জানান, এ দুর্ঘটনায় এক নারীসহ ৬ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এছাড়া আহতদের মধ্যে কয়েকজন বাস যাত্রীও রয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর।
এদিকে দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, স্থানীয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা।