রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
 

রাবি কেন্দ্রে ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ৯৬ শতাংশ
রাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৭:৪০ অপরাহ্ন


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (১০ জুন) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাবির বিভিন্ন একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

পরীক্ষায় উপস্থিতির শতকরা হার ৯৬ দশমিক ১৬ শতাংশ। রাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শাহেদ জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ক ইউনিটের  পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ৩২৩ জন। তবে পরীক্ষায় অংশগ্রহণ করে ১২ হাজার ৮১২  জন। অনুপস্থিত ছিল  ৫১১ জন। যা মোট পরীক্ষার্থীর শতকরা ৩.৮ শতাংশ।

প্রসঙ্গত,  রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আগামী ১১ জুন ( শনিবার)  ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ৬১২৮ জন  এবং ১৭ জুন (শুক্রবার) ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৫৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft