প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৭:৩৭ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথমিক আবেদন বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১২ টায় শেষ হয়েছে। এতে তিন ইউনিট মিলে মোট ৩ লাখ ৯৭ হাজার ৫৭৮ টি আবেদন জমা পড়েছে।
শুক্রবার (১০জুন) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক বাবুল ইসলাম বলেন, চলতি বছর তিনটি ইউনিটে মোট ৩ লাখ ৯৭ হাজার ৫৭৮ টি আবেদন জমা পড়েছে। তাদেরকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত করা হবে। এসএমএস এর মাধ্যমে নির্বাচিতদের জানিয়ে দেওয়া হবে। চূড়ান্ত আবেদন শুরু হবে আগামী ১৫ জুন থেকে চলবে ২৮ জুন পর্যন্ত।
প্রসঙ্গত, আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এছাড়া আগামী ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রতিদিন চার শিফটে মোট ৭২ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.ru.ac.bd/undergraduate/) পাওয়া যাবে।