প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ২:৫৯ অপরাহ্ন

মেহেরপুরে কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর সরকারি কলেজের বৈশাখী চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মহা. আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, প্রভাষক আবদুল বশির, ইফতে খাইরুল ইসলাম, ফুয়াদ খান, মাহফুজ আলী, মনিরুজ্জামান প্রমুখ।
আলোচনা পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে নজরুল ইসলামের বিভিন্ন ছড়া, কবিতা, গান ও নাচ পরিবেশ করে কলেজের ছাত্র-ছাত্রীরা।