সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
 

কামরাঙ্গীরচরে দুই বন্ধুর রহস্যজনক মৃত্যু
প্রকাশ: বুধবার, ২৫ মে, ২০২২, ২:৫৫ অপরাহ্ন

রাজধানীর কামরাঙ্গীরচর কয়লার ঘাট এলাকায় মিরাজ ও রুবেল নামে দুই বন্ধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর হবে।

বুধবার (২৫ মে) দুপুরের দিকে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়লার ঘাট লবণ ফ্যাক্টরির পাশে একটি রুম থেকে প্রথমে রুবেল নামে এক জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে ওই রুম থেকে মিরাজ নামের আরেক জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে তিনি সেখানে মারা যান।

ওসি আরও বলেন, ওই রুমে গিয়ে বমির চিহ্ন দেখা যায়। পুলিশ ধারণা করছে- রাতের বেলায় তারা হয়তো কিছু খেয়েছে, আর এ কারণে তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ আরও জানতে পারে, ঘটনাস্থলের বাসাটি মিরাজদের। তার বাবা-মা বাসায় না থাকায় বন্ধু রুবেলকে নিয়ে সে রাত্রিযাপন করে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

ওই এলাকার এক বাসিন্দা জানান, সকাল দশটার দিকে তারা শুনতে পান ওই বাড়িটির দ্বিতীয় তলায় দু’জন যুবক মারা গেছেন। তারা সেখানে গিয়ে বিছানায় শোয়া অবস্থায় তাদের দেখতে পান। এদের মধ্যে মিরাজ জীবিত আছে ভেবে পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


জে/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft