শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
 

তুরস্কে প্রতিনিধি পাঠাচ্ছে ফিনল্যান্ড-সুইডেন
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৮:৩৯ অপরাহ্ন

নিজেদের প্রতিনিধিদের বুধবার তুরস্কে পাঠাতে যাচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন।
ন্যাটোতে যোগ দেওয়ায় যেন তুরস্ক বাধা হয়ে না দাঁড়ায় সেটি নিশ্চিত করতে দেশটিতে আলোচনার জন্য আসছে এ দুটি দেশের প্রতিনিধিরা। 

তবে প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন, তুরস্কে যেন ফিনল্যান্ড-সুইডেন প্রতিনিধি না পাঠায়। সরাসরি না করার পরও এরদোগানকে বোঝাতে প্রতিনিধিদের পাঠাচ্ছেই তারা।

প্রতিনিধি পাঠানোর  ব্যাপারে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো বলেছেন, আঙ্কারায় সফরের জন্য আমরা আমাদের প্রতিনিধিদের পাঠাচ্ছি। সুতরাং আলোচনা অব্যহত থাকবে।

এদিকে ন্যাটোর অন্যতম পুরাতন সদস্য তুরস্ক ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকে দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, এ দুটি দেশ জঙ্গীদের মদদ দেয়। ফলে তারা ন্যাটোতে যোগ দিতে চাইলেও তুরস্ক এটিতে ভেটো দেবে। 

কোনো দেশ যদি ন্যাটোতে যোগ দিতে চায় তাহলে বর্তমানে যে ৩০টি দেশ আছে তাদের সবার অনুমতি লাগবে। ৩০টি দেশের কোনোটি যদি ভেটো দেয় তাহলে সদস্য হওয়ার আবেদনকারী দেশটি নতুন সদস্য হিসেবে যোগ দিতে পারবে না। 


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft