বুধবার ১২ মার্চ ২০২৫ ২৬ ফাল্গুন ১৪৩১
 

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমলো
প্রকাশ: সোমবার, ৯ মে, ২০২২, ১:৫৬ অপরাহ্ন


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ২ হাজার ৫৪৬ জন। এ সময়ে নতুন করে মৃত্যু হয়েছে মাত্র ৬৩৮ জনের। 

এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ও মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৫১ কোটি ৭২ লাখ ৬ হাজার ৮৩৫ এবং ৬২ লাখ ৭৬ হাজার ৩৫৪ জনে।

এর আগের দিন করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল ৪ লাখ ৫ হাজার ৩৮৩ এবং ১ হাজার ৭৫ জন। 

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩১ হাজার ১৪৩ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২৪ হাজার ৫২৫ জনে। আর শনাক্ত ৮ কোটি ৩৫ লাখ ৬৭ হাজার ৭০৭ জনে। 

বিশ্বে করোনা শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে নতুন করে ৩ হাজার ৭৬৫ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৪০ জনের। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ৬৪ জন। আর শনাক্তের সংখ্যা ৪ কোটি ৩১ লাখ ২ হাজার ৫০৮ জনে। 

ব্রাজিলে গত একদিনে নতুন করে করোনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ১৪ হাজার ৬২২ জন। এতে করে এক সময় করোনায় শনাক্ত ও মৃত্যুর রেকর্ড করা ব্রাজিলে এ পর্যন্ত মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৪ হাজার ১৭৯ এবং ৩ কোটি ৫ লাখ ৫৮ হাজার ৫৩০ জনে। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনায় মৃত্যু হয়েছে রাশিয়াতে, ১৩২ জনের। আর আক্রান্তের র্শীষে রয়েছে জার্মানি। রাশিয়াতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৮২৮ জনের। আর শনাক্ত ১ কোটি ৮২ লাখ ২২ হাজার ২১৯ জনের। 
 
ইউরোপের দেশ জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৪০৬ জনের। আর মৃত্যু হয়েছে ১০২ জনের। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা যথাক্রমে ১ লাখ ৩৬ হাজার ৯১৪ এবং ২ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৯৯৬ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft