মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
 

ঝিনাইগাতীতে ফাঁসি নয় হত্যার বিচার চেয়ে মানববন্ধন
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৭:০৪ অপরাহ্ন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া বাজারে আজ বিকাল ৫ টায় ফাঁসি নয় হত্যা বলে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। পশ্চিম বাকাকুড়া গ্রামে জয়মত আলীর ছেলে নূর শাহীনের একই গ্রামের আব্দুল ওয়াহাবের মেয়ে রুপা খাতুনের সাথে তিন বছর আগে মণের টানে বিয়ে হয়। দুই বছরের কন্যা সন্তানও রয়েছে। 

রুপা খাতুন ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজের মানবিক বিভাগের মেধাবী ছাত্রী। গত ১১ই মার্চ সকাল ৯ টার দিকে রুপা খাতুন শ্বশুর বাড়ির স্বামীর ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে শ্বশুর বাড়ির লোকজন বললেও তা মিথ্যা, হত্যা বলে অভিযোগ করছেন রুপার আত্বীয় স্বজন ও তার পিতা মাতা। 

মানববন্ধনে রুপার পিতা মাতা সহ এলাকাবাসীরা বলেন রুপাকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে নির্যাতন, অত্যাচার করা হতো সে আত্মহত্যা করতে পারে না তাকে কৌশলে পাষান্ড স্বামী নূর শাহীন হত্যা করেছে। 

হত্যার সাথে জড়িত নূর শাহীন সহ সকলকে তদন্তপূর্বক আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়ে ফাঁসি কার্যকরের দাবি তুলেন মানবন্ধনে । রুপার আত্বীয় স্বজন, এলাকাবাসী সহ পিতা মাতা  আজ মানববন্ধনে বিচারের দাবিতে বক্তব্য রাখেন । 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft