প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৬:৩৭ অপরাহ্ন

নওগাঁর ধামইরহাটে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূতি উদযাপিত হয়েছে। ১ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশনের ধামইরহাট এরিয়ার প্রোগ্রাম ম্যানেজার বিমল কুমার রুরামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। এ সময় ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক ওয়ার্ল্ড ভিশনের ও ভিডিসি’র সদস্যদের নিয়ে কেক কাটেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গণি, জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার নাথান কুমার চৌকিদার, শ্যামল হাসদা, ডেনিস তপ্ন, মুকুল বৈরাগী, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, রোজলিন মিতু, উপজেলা যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবাল, শিশু সুরক্ষা অফিসার প্রদীপ হাসদা, ভিডিসি সভাপতি মফিজ উদ্দিন, সম্পাদক আনিছুর রহমান, তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।