নির্বাচনে মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা, খতিয়ে দেখছে দুদক
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা, তা সংশ্লিষ্ট কমিটি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে তিনি জানান, কেউ মনোনয়ন বাণিজ্যের অভিযোগ করলে তা গুরুত্বের সাথে তদন্ত করবে দুদক।

এদিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এবং কুড়িগ্রাম-২ সংসদীয় আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আরও পড়ুন : নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড

আক্তার হোসেন জানান, ওই নির্বাচনে পনির উদ্দিন আহমেদকে মনোনয়ন পাইয়ে দিতে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ নেন মশিউর রহমান রাঙ্গা। ঘুষ দিয়ে একই অপরাধ করেছেন পনির উদ্দিন। তাই তাকেও এ মামলায় আসামি করা হয়েছে।

এছাড়া, ৩ কোটি ৮৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগের তথ্য প্রমাণ মেলায় ময়মনসিংহে দায়ের করা এক মামলায় সাবেক গৃহায়ণ গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেছে দুদক।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft