বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১১:২৩ এএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, রবিবার বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের কাছে আপত্তি ও ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। গত ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগ তোলে দলটি। ওইদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বিষয়গুলো তুলে ধরে এবং স্পষ্ট ব্যাখ্যা চায়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণের পুরো প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে বলে তারা মনে করে, যা তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। পাশাপাশি ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি মানা হচ্ছে কি না—সে বিষয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ ছাড়া নির্বাচনী আচরণবিধি অনুসরণ নিয়ে প্রশ্ন এবং কয়েকজন রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে আপত্তির কথাও আগেই জানিয়েছে বিএনপি। দলটির ধারণা, এসব ইস্যু আজকের বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হতে পারে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft