গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১:৫১ পিএম

মাদারীপুরের শিবচরের কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামী আবুল মৃধাকে আটক করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শিবচর থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং স্বামী আবুল মৃধাকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল মৃধা স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। 

জানা যায়- আবুল হোসেন, তার স্ত্রী নিহত রোকেয়া বেগম (৫৫) এবং দুই ছেলে আলী হোসেন ও মোহাম্মদ মিয়া বুধবার রাতে একইঘরে ঘুমিয়ে ছিলেন। স্বামী আবুল মৃধা নিজেই রাত আনুমানিক ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করেন বলে স্বীকার করেছেন। তবে কি কারণে হত্যা করেছেন তা বলেননি। নিহতের পরিবারটি চুরি, নেশাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানান। 

আরও পড়ুন : আট বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন। 

শিবচর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে স্বামীকে আটক করা হয়েছে। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft