বৈশ্বিক বাণিজ্যে চীনের নতুন মাইলফলক, উদ্বৃত্ত ১.২ ট্রিলিয়ন ডলার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:১৮ এএম আপডেট: ১৫.০১.২০২৬ ১২:১৫ পিএম

বিশ্ব অর্থনীতিতে শুল্ক যুদ্ধ ও ভূরাজনৈতিক টানাপোড়েন যখন চরমে, ঠিক সেই সময়ই নতুন রেকর্ড গড়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্কনীতি ও দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনার মধ্যেও ২০২৫ সালে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে। 

চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত নভেম্বরেই প্রথমবারের মতো দেশটির বার্ষিক বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালে মোট উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ১৮ হাজার ৯০০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি কমলেও বিকল্প বাজারে ব্যাপক প্রবৃদ্ধিই এই রেকর্ড অর্জনের মূল চালিকাশক্তি।

যুক্তরাষ্ট্র ছাড়িয়ে বিকল্প বাজারে চীনের নীতিনির্ধারকরা সাম্প্রতিক বছরগুলোতে কৌশলগতভাবে মার্কিন বাজারের ওপর নির্ভরতা কমিয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে রফতানি বাড়ানোর ফলে যুক্তরাষ্ট্রের শুল্ক বাধা ও রাজনৈতিক চাপের প্রভাব অনেকটাই সামাল দিতে পেরেছে বেইজিং।

আরও পড়ুন : বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৪.৬ শতাংশ: বিশ্বব্যাংক

কাস্টমস তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে চীনের রফতানি কমেছে প্রায় ২০ শতাংশ এবং আমদানি কমেছে ১৪ দশমিক ৬ শতাংশ। তবে একই সময়ে আফ্রিকায় চীনের রফতানি বেড়েছে ২৫ দশমিক ৮ শতাংশ, আসিয়ানভুক্ত দেশগুলোতে বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নে বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ।

চীনের কাস্টমস প্রশাসনের তথ্য বলছে, গত ডিসেম্বরে দেশটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ, যেখানে অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল মাত্র ৩ শতাংশ। নভেম্বরে এই প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৯ শতাংশ। একই সময়ে আমদানিও বেড়েছে ৫ দশমিক ৭ শতাংশ।

পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ ঝিওয়েই ঝাং বলেন,
‘শক্তিশালী রফতানি প্রবৃদ্ধি চীনের অভ্যন্তরীণ দুর্বল চাহিদার ঘাটতি পুষিয়ে দিচ্ছে।’

চীনের কাস্টমস প্রশাসনের ভাইস মিনিস্টার ওয়াং জুন বলেন, ‘বাণিজ্যিক অংশীদারদের বহুমুখীকরণের ফলে চীনের বাণিজ্য ঝুঁকি মোকাবেলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’

তবে ২০২৬ সালেও চ্যালেঞ্জ রয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরান ইস্যুতে চীনের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ক্যাপিটাল ইকোনমিকসের চীনবিষয়ক অর্থনীতিবিদ জিচুন হুয়াং বলেন, ‘এই হুমকি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা তৈরির ইঙ্গিত দিচ্ছে।’ সূত্র : রয়টার্স

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft