প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১২:০৯ পিএম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে 'জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি'। শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজন হত্যার বিচারের দাবি করেন।
এদিন সারাদেশ থেকে আসা শহীদ পরিবারের সদস্যরা তাদের ন্যায অধিকার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়ে দেশকে অন্যায় আর জুলুমের অবসান ঘটিয়েছেন, স্বৈরাচার মুক্ত করেছেন সেই শহীদদের অধিকার এখনও প্রতিষ্ঠা হয়নি। অনেকে এখনও যথাযথ স্বীকৃতি পাননি।
অন্তবর্তী সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচারে অনীহা দেখাচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে। বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, মানবিক রাজনীতি দরকার। শহীদ ও আহত পরিবারকে আইনি সহযোগিতা দিতে এই সরকার ব্যর্থ হয়েছে।
জ/উ