প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:১৮ পিএম

গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। এ মামলায় পরবর্তী শুনানির আগামী ৮ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। রবিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে জিয়াউল আহসানকে ‘গুমের মহাকাব্যিক ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, দেশে গুমের জন্য যদি একজনের বিচার হয়, সেটি হবে জিয়াউল আহসানের।
শুনানিতে চিফ প্রসিকিউটর দাবি করেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) সরকারের আমলে সংঘটিত গুম ও খুনের ঘটনায় নেতৃত্ব দিয়েছেন জিয়াউল আহসান। এ সময় ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গুম ও খুনের বিভিন্ন ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়। রাষ্ট্রপক্ষ জানায়, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে গুমের বিচার প্রক্রিয়া থামানো যাবে না।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন দমনের প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মধ্যকার কথোপকথনের একটি অডিও অস্বীকার করা হয়েছে। ওই অডিও যাচাইয়ের জন্য বিদেশি কোনো প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষা করার আবেদন জানানো হয়েছে।
সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ আবেদন করেন। এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
জ/উ