২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান: সালাহউদ্দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৬:২৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে এসে শনিবারে (২৭ ডিসেম্বর) ভোটার হতে আবেদন করবেন।

আজ ‎সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার পর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন : হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া।

‎বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে আলোচনা হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, ২৫ তারিখ হচ্ছে বৃহস্পতিবার। আর শুক্রবার ২৬ তারিখ। শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীর এই সময়ে নির্বাচন কমিশনের সব অফিস সব খোলা থাকে, সেইদিনই ভোটার হওয়া বা ভোটার আইডি সংক্রান্ত যা কিছু আছে, তিনি করবেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের, নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশন যেভাবে চাইবেন সেভাবে কর্মকর্তাদের নিয়োগ বদলি সংক্রান্ত এখতিয়ার থাকে। কিন্তু প্রাইমারিলি সবকিছু সরকারের দায়িত্ব। এক্ষেত্রে আমরা নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকুক এই কামনা করি। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় এবার উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবে। আমরা আশাকরি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   তারেক রহমান   সালাহউদ্দিন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft