সুষ্ঠু নির্বাচনে সকলের সহযোগিতা প্রয়োজন : সিইসি
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৫০ এএম

ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা নিশ্চিত করা ইসির দায়িত্ব। ভোট দিতে আসার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন। 

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে, রাজধানীর গুলশানে ইয়ুথ ভোটার অনুষ্ঠান উদ্বোধনের পর এসব কথা বলেন সিইসি। তিনি বলেন,ইসির একার পক্ষে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রথমবারের মত একইদিনে গনভোট, পোস্টাল ব্যালট ভোটের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন। ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান সিইসি।

আরও পড়ুন : ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা

ওসমান হাদির ঘটনাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন বলেও জানান সিইসি। বলেন, নির্বাচন আসলে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। নির্বাচন ৫ আগস্টের পর অনেক উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি।

তিনি আরও বলেন, ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft