লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে: ইসি সচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে প্রাসঙ্গিক সব ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য তিন লাখ ১০ হাজার ৪১৪ জন নিবন্ধন করেছেন। এখন গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তফসিল ঘোষণার পর ভোটের দায়িত্বে যারা থাকবেন তারা নিবন্ধন করতে পারবেন। ১৬ বা ১৭ ডিসেম্বর থেকে পারবেন। কয়েদিরা ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত করতে পারবেন। আর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েনের পর পারবেন।

আরও পড়ুন: গণভোটের প্রশ্নগুলো সহজ ভাষায় জনগণকে বোঝানোর নির্দেশ তথ্য সচিবের

ইসি সচিব বলেন, পরিপত্র রেডি করা আছে। লেবেল প্লেয়িং ফিল্ডের জন্য যা প্রসঙ্গিত হবে, তার সব নিশ্চিত করব। দলগুলোরও সদিচ্ছা থাকতে হবে। নিশ্চয়ই তারা সহায়তা করবে। কেউ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজীপুর, বাগেরহাটের আসনের গেজেট আদালতের আদেশ অনুযায়ী হবে। ভোটের সময় প্রশাসনে রদবদল চলমান প্রক্রিয়া। ইসির অনুমতি, সম্মতি বা পরামর্শের সাপেক্ষে রদবদল করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   নির্বাচন   নির্বাচন কমিশন   গণভোট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft