যেসব কারণে গণনা হবে না পোস্টাল ব্যালটের ভোট
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৫২ পিএম

পোস্টাল ব্যালটে কোনও মার্ক না থাকলে বা একাধিক প্রতীকে টিকচিহ্ন থাকলে ব্যালট গণনা হবে না। আরপিও সংশোধন করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এছাড়া প্রার্থীর পক্ষে গণনা থেকে বাদ দেয়ার আরও বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে  গেজেটে। যেখানে আদালতের রায়ে প্রার্থী তালিকায় পরিবর্তন এলে ওই আসনের জমা হওয়া পোস্টাল ব্যালটও গণনা করা হবে না। 

ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালট গণনায় নেওয়া হবে না। এছাড়া কোন নির্দিষ্ট নির্বাচনী এলাকা বা নির্বাচনী এলাকার প্রার্থীদের তালিকায় কোন পরিবর্তন প্রাসঙ্গিক সময়ে কোনও আদালত কর্তৃক করা হলেও ব্যালট গণনা থেকে বাদ দেয়া হবে বলে উল্লেখ করা হয় গেজেটে।

আরও পড়ুন : রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান প্রধান উপদেষ্টার

পোস্টাল ব্যালট পেপার কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে গণনা থেকে বাদ দেওয়া হবে যদি: (ক) কোনও প্রতীকের বিপরীতে কোনও টিক বা ক্রস চিহ্ন না দেওয়া হয়; অথবা (খ) একাধিক প্রতীকের বিপরীতে একটি টিক বা ক্রস চিহ্ন দেওয়া হয়; অথবা (গ) কোনও টিক বা ক্রস চিহ্ন এমনভাবে দেওয়া হয় যাতে যুক্তিসঙ্গতভাবে নিশ্চিত করা না যায় যে কোন প্রার্থীর পক্ষে ভোট দেওয়া হয়েছে; অথবা (ঘ) ৩৭ক অনুচ্ছেদের অধীনে গণনার আগে রিটার্নিং অফিসার কর্তৃক ডাক ব্যালট গ্রহণ না করা হয়; অথবা (ঙ) কোনও নির্দিষ্ট নির্বাচনী এলাকা বা নির্বাচনী এলাকার প্রার্থীদের তালিকায় কোনও পরিবর্তন প্রাসঙ্গিক সময়ে কোনও আদালত কর্তৃক করা হয়; অথবা (চ) ভোটার কর্তৃক কোনও ঘোষণা না দেওয়া হয়।

জদি/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft