বিএনপি ক্ষমতায় আসলে বেকারত্ব দূর করা হবে : সালাহউদ্দিন আহমদ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৪:২১ পিএম

বিএনপি ক্ষমতায় আসলে বেকারত্ব দূর করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নিজ এলাকা পেকুয়ায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগে ছিলেন সালাহউদ্দিন আহমদের স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদ ও স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। গণসংযোগের তৃতীয়দিন বৃহস্পতিবার পেকুয়া উপজেলার মগনামার মাওলানা জাফর শাহ (র:) মাজার জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা শুরু করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে দেশে বেকারত্বের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বিএনপি ক্ষমতায় আসলে বেকারত্ব দূর করা হবে। ‘বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই এই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে।’

আরও পড়ুন : খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, শুক্রবার সারাদেশে প্রার্থনা : রিজভী

বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘শেখ হাসিনা আমাকে গুম করে মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহর রহমতে আমি সেই হত্যার চক্রান্ত থেকে মুক্তি পেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করেছেন বলেই আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘দেশে প্রচুর পরিমাণে লবণের চাষ হলেও ন্যায্যমূল্য না থাকায় হতাশায় পড়েছেন চাষীরা। বিএনপি ক্ষমতায় গেলে এই সমস্যাও দূর করা হবে ইনশাআল্লাহ।’

এদিন তিনি নিজ জন্মস্থান পেকুয়া উপজেলার মগনামা এবং উজানটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছিলেন। আগামী দুই দিন চকরিয়া ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলায় গণসংযোগ করবেন বলে নিশ্চিত করেছেন সালাহউদ্দিন আহমদেরপ্রেস সচিব ছফওয়ানুল করিম।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft