শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপও
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৮ পিএম

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার দায়ে সাবেক ক্ষমত্যাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একইসাথে তার বোন শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা ও রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককেও ২ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এই মামলার বাকি আসামি সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী  শরিফ আহমেদসহ ১৪ জনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত বলেন, শেখ হাসিনাকে প্রভাবিত করে শেখ রেহানার প্লট নেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা রাজউকের আবাসন নীতিমালার সবগুলো নীতি ভঙ্গ করেছেন। এসময় বিচারক আরও বলেন, আসামিরা সবাই পাবলিক সারভেন্ট। কিন্তু তাদের আইন ভঙ্গ করা ক্রিমিনাল মিসকনডাক্টের অন্তর্ভুক্ত। সুরা আল মায়েদার একটি আয়াত উল্লেখ করে তিনি বলেন, আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে।

মামলার অভিযোগ থেকে জানা যায়,ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন মামলা দায়ের করেন। মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ মোট ১৫ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে ১০ মার্চ আরও দুইজনকে যুক্ত করে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft