খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের একাধিক স্থানে দোয়া-মিলাদ
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৫:৪৭ পিএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন। শারীরিক নানা জটিলতায় গত তিন দিন ধরে সিসিইউতে তার চিকিৎসা চলছে। তার সুস্থতা কামনায় দেশের কয়েকটি জেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) ভিন্ন ভিন্ন সময়ে নরসিংদী, সিলেট, জামালপুরে এই দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ দুপুরে সিলেটের হযরত শাহজালাল মাজার মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় সকল জায়গায় দোয়া পরিচালনার আহ্বান জানান।

আরও পড়ুন : খালেদা জিয়াকে লন্ডনে নিতে চিকিৎসকদের ‘গ্রিন সিগনাল’ এর অপেক্ষা

এদিকে, জামালপুরের ইসলামপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম। তিনি বলেন, খালেদা জিয়া জাতীয় রাজনীতিতে একটি গুরত্বপূর্ণ স্তম্ভ। তিনি সুস্থ হয়ে দেশের মানুষের পাশে আসবেন এমনটাই সকলের প্রত্যাশা।

অন্যদিকে, শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদীতেও দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শুকুন্দীতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপির মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাহফিলে বক্তারা খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft