তাঁতী দলের নেতাকে প্রাণনাশের হুমকি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৮:১৩ পিএম

ঢাকা জেলার সাভারের সাবেক এমপি ও বিএনপি নেতা ও সালাউদ্দিন বাবুর ভাই দেওয়ান মইনুদ্দিন বিপ্লব স্থানীয় তাতী দলের নেতা বকুল ভূঁইয়াকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে তিনি স্থানীয় সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ অবস্থা থেকে রেহাই পেতে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপিসহ আইন প্রয়োগকারী সংস্থার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। 

গতকাল বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নীচ তলার মিলনায়তনে আযোজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বিশিষ্ট চিকিৎসক সংখ্যালঘু নেতাকে হত্যার হুমকি: আতঙ্কে পরিবার

লিখিত বক্তব্যে ভুক্তভোগী বকুল ভূঁইয়া জানান, গত ২০০৯ সালে ইস্টার্ন হাউজিংয়ের এলওডি মালিকের কাছ থেকে তিনি জমি ক্রয় করেন। পরে ২০০৪ সালে সরকার পরিবর্তনের পর জমিটি স্থানীয় প্রভাবশালী চক্র দখল করে নেয়। সাম্প্রতিক সময়ে তিনি জমি ফেরত নেয়ার উদ্যোগ নিলে আওয়ামী লীগ সমর্থিত একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করে।

গ্রেপ্তার ১৫ সেনা কর্মকর্তার জন্য ‘সাব-জেল’, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী
 
তিনি অভিযোগ করে বলেন, তার ছেলে রনিকে ইতোমধ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং বিপ্লবের হুমকির কারণে সে বর্তমানে এলাকায় ফিরতে পারছেন না। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই সাবেক সংসদ সদস্যের পরিবার তার ওপর বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। দেওয়ান মইনুদ্দিন বিপ্লব তার ব্যবসা দখলের জন্য বিভিন্ন সময় ভয়-ভীতি ও চাঁদার দাবিসহ প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। এ বিষয়ে তিনি বিএনপির শীর্ষ মহল ও্ আইন প্রোয়োগকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অপরাধ   প্রাণনাশের হুমকি   সংবাদ সম্মেলন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft